ExamHelpBd তৈরির পেছনের গল্প#১

by Author

সাফাত ২০১৯ সালের মে/জুন মাসের A লেভেল পরীক্ষার্থী ছিল। সে পড়ত ঢাকার বাহিরে অন্য শহরের একটি  ইংরেজি মাধ্যম স্কুলে। সে স্কুলে ভাল মানের শিক্ষক ছিল না। এমনকি ঐশহরে A লেভেল পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য ভালমানের কোন কোচিং ছিল না। তাই সাফাত একেবারে বাধ্য হয়ে ২০১৯ সালের জানুয়ারী মাসে ঢাকায় আসে। পুরোনো ঢাকায় এক আত্মীয়ের বাসায় উঠেছিল। সেখান থেকে ধানমন্ডিতে এক কোচিংএ আসত তার  প্রস্তুতির জন্য। মূলত এ সময় সাফাত মক বা মডেল টেস্ট দিত।

 

 

পুরনো ঢাকায় তার থাকার পরিবেশ অতটা ভাল ছিল না। তার এডজাস্ট করতে কিছুটা সমস্যা হচ্ছিল।   পুরনো ঢাকা থেকে ধানমন্ডিতে যাতায়াত করতে রাস্তায় সময় নষ্ট হত। ফলে তার পড়াশুনা ভাল হচ্ছিল না। এসব সমস্যার কারণে  কিছুদিন পর সে তার নিজ শহরে চলে যায়। শুধু মক টেস্ট দেবার জন্য রাতের ট্রেনে ঢাকা আসত। সারাদিন কোচিংএ মক পরীক্ষা দিত আর সমাধান ক্লাস করত আবার রাতের ট্রেনে নিজ শহরে চলে যেত। এভাবে তার সময় ও অর্থ দুটোই খরচ অনেক বেড়ে গিয়েছিল।

 

 

শুধুমাত্র মক টেস্ট এবং সমাধান ক্লাসের জন্য এত দূর থেকে ঢাকায় আসার যে কষ্ট ও খরচ তা পুরোটা  ExamHelpBd.com সমাধান দিতে পারে। এধরনের সমাধনের জন্য তৈরি হয়েছে ExamHelpBd.com নামে একটি Edtech প্ল্যাটফর্ম। এখানে সামান্য ফির বিনিময়ে সাফাতরা নিজ শহরে  থেকে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিতে পারে। সে বাড়িতে থেকে  ঢাকার স্যারের পরীক্ষা দিতে পারে এবং ঐ সমস্ত পরীক্ষার সমাধান পেতে পারে। এভাবে ExamHelpBd.com শিক্ষা ব্যবস্থাকে সহজ করছে। প্রযুক্তি কমিয়ে দিয়েছে  শিক্ষা ব্যবস্থার সুযোগ-সুবিধার ব্যবধান।

 

 

এডুটেক প্রযুক্তির এই উদ্যোগকে এগিয়ে নিতে আপনিও অংশ নিতে পারেন। এজন্য  আপনাকে কোন বিষয়ে দক্ষ হতে হবে। কঠিন পরিশ্রম করার ইচ্ছা থাকতে হবে। তাহলে আপনি কোন বিষয়ে প্রশ্নপত্র তৈরি করে বা ভাল মানের নোট বানিয়ে ExamHelpBd তে আপলোড করে ইনকাম করতে পারেন।

 

এই গল্পটির Video দেখতে নিচের লিংকে ক্লিক করুন:

https://youtu.be/lv5nG_WYX9c

 

 

 

 

 

Frequently Asked questions FAQ

For Any Help Visit Help Menu